আদালতের আদেশ অমান্যকারী মিঠু,পীরগঞ্জে সিলগালাকৃত তালা ভেঙ্গে চালাচ্ছে ব্যবসা!
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে মোহনা প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সিলগালাকৃত তালা ভেঙ্গে গতকাল মঙ্গবারও ব্যবসা চালিয়েছে প্রতিষ্ঠানের মালিক মিঠু। তার খুটির জোর কোথায় এবং প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। প্রশাসনের নজর এড়াতে গতকাল ওই প্রতিষ্ঠানের মালিক ল্যাবের মালামাল পার্শ্ববর্তী একটি দোকানে সরিয়ে কজন ডাক্তারের জোগসাজশে ব্যবসা চালিয়েই যা”েছ। এটি আদালত অবমাননার সামীল মনে করে সচেতন এলাকাবাসী কেন মিঠুকে আইনের আওয়াতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দেয়া হবে না এমন প্রশ্ন তুুলেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মমিনের নেতৃত্বে পীরগঞ্জ উপজেলা সদরে অবস্বিত ভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মোহনা প্যাথলজি, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার,মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস পয়েন্ট তাৎক্ষণিক বন্ধ করে পালিয়ে যায়। ওই সময় মোহনা প্যাথলজিকে সিলগালা করা হয়। এদিকে মোহনা প্যাথলজির মালিক বৃহষ্পতিবার রাতেই নিজে সিলগালা করা তালা খুলে ফেলে অদৃশ্য ক্ষমতা বলে। এ বিষয়ে মোহনার মালিক মিঠু মিয়া জানান,ইউএনও এর সাথে কথা বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন বুলেটের অনুমতিক্রমে সে নিজে তালা খুলেছে। এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন বলেন, তালা খোলার ব্যাপারে কাউকে কোন অনুমতি দেয়া হয়নি। এদিকে বিষয়ে ডাঃ রুহুল আমিনের সাথে যোগাযোগ করে বিধি সম্মতভাবে সিলগালা করা তালা খোলা হয়েছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, যে প্রক্রিয়ায় সিলগালাকৃত প্রতিষ্ঠানের তালা খোলা হয় এক্ষেত্রে সেটি মানা হয়নি। ওই প্রতিষ্ঠানের মালিক মিঠু মিয়া রাত ৯টার দিকে তার সাথে সাক্ষাৎ করলে আমি তার কাগজপত্রের ব্যাপারে জানতে চাই। তার আগেই সে নিজেই সিলগালাকৃত তালা খুলেছে। এটি করে সে আইন লংঘন করেছে। এ বিষয়ে সিভিল সার্জন-রংপুর ডাঃ হিরম্ব কুমার রায় এর সাথে কথা বললে তিনি জানান, বিধি সম্মতভাবে তালা না খুলে ওই প্রতিষ্ঠানের মালিক অপরাধ করেছে। এদিকে গতকাল মঙ্গলবারও মোহনা প্যাথলজির মালিক মিঠু অদৃশ্য খুটির জোরে প্রতিষ্ঠান খুলে আল্ট্রাসনোগ্রাম,প্যাথলজিক্যাল পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। তারপরও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় জনমনে নানা প্রশ্নের ঝড় উঠেছে।